কলকাতায় রাজ্য সোস্যাল মিডিয়া রাজ্য কমিটির সম্মেলন

নিজস্ব সংবাদদাতাঃ

গতকাল আসন্ন লোকসভা নির্বাচনে সামাজিক মাধ্যমে কোমর বেঁধে লড়াইয়ের প্রস্তুতির রূপরেখা তৈরি করতে বিধান ভবনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সোশাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশন বিভাগের রাজ্য কমিটি ও জেলা কমিটিগুলির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কলের মাধ্যমে অংশ নিয়ে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশন বিভাগের চেয়ারপারসন শ্রীমতী সুপ্রিয়া শ্রিনেট তাঁর বক্তব্যে সোশ্যাল মিডিয়ার সৈনিকদের উদ্বুদ্ধ করেন। একইভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রন্জন চৌধুরী এই বিভাগটিকে সচল ও কর্মক্ষম করার জন্য নিয়মিত অনুপ্রেরণা ও সর্বপ্রকার সহায়তা করার বার্তা দেন।এদিনের সভায় সভাপতিত্ব করেন রাজ্য কংগ্রেসের সোশাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশন বিভাগের চেয়ারপারসন অশোক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির সোশাল মিডিয়া বিভাগের জাতীয় কো অর্ডিনেটর লাব দত্ত। আমন্ত্রিত বক্তা রূপে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার, তাপস মজুমদার, আশুতোষ চট্টোপাধ্যায়, প্রদীপ প্রসাদ, সৌরভ প্রসাদ, মানস সরকার, তপন আগরওয়াল প্রমুখেরা। সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন রাজ্য কংগ্রেসের সোশাল মিডিয়া বিভাগের কো-অর্ডিনেটর সৌরভ কুন্ডু, সৌরভ রায় ও শিউ মাইতি। এছাড়াও বক্তব্য রাখেন রাজ্য কংগ্রেসের সোশাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশন বিভাগের রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক মনোজ সাহা, কেতন জয়সোয়াল, পার্থ মুখোপাধ্যায়, পাপিয়া চক্রবর্তী। উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কংগ্রেসের সোশাল মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্তা সারিকা সিং। উল্লেখ্য এই দিনের এই ম্যারাথন সভায় উপস্থিত রাজ্য কমিটি ও জেলা কমিটিগুলির চেয়ারপারসন ও কো-অর্ডিনেটররা প্রত্যেকেই তাঁদের মূল্যবান মতামত প্রদান করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *