এগরায় কংগ্রেসের রাজনৈতিক কনভেনশনে যোগ দিলেন দুই শতাধিক তৃণমূল কর্মী

নিজস্ব সংবাদদাতাঃ

রাজ‍্যে তৃণমূলের সীমাহীন দুর্নীতি এবং কেন্দ্রে বিজেপির স্বৈরতান্ত্রিক, সাম্প্রদায়িক ও বিদ্বেষ মূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এগরা ১নং ব্লকের পাঁচরোল অঞ্চল কংগ্রেসের উদ‍্যোগে কসবাগোলা বাসস্ট‍্যান্ডে জাতীয় কংগ্রেসের একটি রাজনৈতিক কনভেনশন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র, সাধারণ সম্পাদক সাধনকান্তি উত্থাসনী, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী লিরিকা মুক্তার, এগরা ২নং ব্লক কংগ্রেস সভাপতি চন্দন মাইতি। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস‍্যা সাহানারা খাতুন, এগরা শহর কংগ্রেস সভাপতি অশোক মহাপাত্র, ব্লক কংগ্রেস নেতা ইকবাল মল্লিক, স্বপন দে, মামুর রসিদ, লিয়াকত সাহা, সেক তবরেজ, এজাজুল সেক, আসিরুদ্দিন মল্লিক ও অন্যান্য নেতৃত্ব। সভাপতিত্ব করেন জনাব ইয়াসিন মল্লিক ।এরপর জেলা কংগ্রেসের সভাপতি কসবাগোলায় কংগ্রেসের একটি পার্টি অফিস উদ্বোধন করেন।মানস বাবু বলেন, রাজ‍্যে কোনো নূতন শিল্প হয়নি। বেকারদের স্বপ্নকে ধ্বংস করে দেওয়া হলো। নিয়োগ দুর্নীতি একটা নূতন মাত্রা দিয়েছে। আশ্চর্যের বিষয় বিভিন্নভাবে দুর্নীতির অভিযোগে রাজ‍্য সরকার ও তৃণমূল দল আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে। কেন্দ্র সরকারের নীতিহীনতার জন‍্য বেকারত্বের হার বেড়েছে, ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদ বেড়েছে, ডলারের দাম বেড়েছে। আয়ের বৈষম্য সর্বাধিক। চাষিদের আয় কমেছে। অর্থনীতিতে ধস নেমেছে। দ্রব‍্যমূল‍্য আকাশ ছোঁয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন স্বৈরতান্ত্রিক সম্রাট। নোট বাতিল, জিএসটি সবেতেই তাঁর একতরফা সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে দিশাহীন করেছে। কালো টাকা উদ্ধার, ‘মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্ন্যান্স’, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সব স্লোগানই মিথ্যে প্রমাণিত। তাই তৃণমূলের দুর্নীতি এবং বিজেপির স্বৈরতান্ত্রিক, সাম্প্রদায়িক ও বিদ্বেষ মূলক রাজনীতির বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক‍্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।এইদিন রেজাউল খানের নেতৃত্বে ২০০জন তৃনমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন।তারা সবাই কংগ্রেসকে শক্তিশালী করার শপথ নেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *