ইন্ডিয়ান অয়েলের সামনে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ২ জুন:

বৃহস্পতিবার দুপুরে দক্ষিন কোলকাতা জেলা কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস কর্মীরা গড়িয়াহাট মোড়ে জমায়েত হয়ে বিরাট মিছিল সহযোগে সারা দেশে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইন্ডিয়ান অয়েলের ইস্টার্ন রিজিওনাল হেড অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ।মিছিলের নেতৃত্ব দেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার,প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, রাজ্য কংগ্রেসের আউট রিচ কমিউনিকেশন বিভাগের প্রধান সৌম আইচ রায়, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রীতম ঘোষ ও আশুতোষ চ্যাটার্জী, কংগ্রেস নেতা তপন আগরওয়াল,সাজাহান দেওয়ান,জাহীদ হোসেন,সুবীর চৌধুরী, নারায়ন বিশ্বাস,ইন্দ্ররাজ চ্যাটার্জী,সুমন চৌধুরী প্রমুখ।

বিক্ষোভে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর কুশপুত্তলিকা পোড়ানো হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *