হাওড়া জেলা কংগ্রেসের বিজয়া সম্মিলনী

নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ১৪ নভেম্বর’২২ঃ

গত ১৩ নভেম্বর, রবিবার হাওড়ার সাঁকরাইল ব্লকের আলমপুর পুরুষোত্তম হলে, হাওড়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়।বিদিত্রা ভান্ডারী-র উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিগত কয়েক মাসে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তের প্রয়াত নেতৃবৃন্দ এবং ভারত জোড়ো যাত্রায় দুই শহিদ যথাক্রমে পি. গনেশন ও কৃষ্ণ কুমার পান্ডে-র মৃত্যুতে শোকপ্রকাশ করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বর্গীয় প্রিয়রঞ্জন দাশমুন্সীর ৭৮তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে জেলা কংগ্রেস সভাপতি পলাশ ভান্ডারী বলেন “তিনি ছিলেন হাওড়া জেলার উন্নয়নের প্রাণপুরুষ”, আরও বলেন ” রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে এখনও পর্যন্ত মহারাষ্ট্রে পৌঁছে ১৬০০কিমি পথ অতিক্রম করেছেন পদযাত্রায় এবং আগামীতে তিনি কাশ্মীর পৌঁছবেন ৩৫৭০ কিমি পথ পাড়ি দিয়ে। ভারতবর্ষে আজ কংগ্রেসকে প্রয়োজন – হিংসা, বিদ্বেষ, ঘৃনার বিরুদ্ধে, অগ্নিমূল্য বাজারদর, বেরোজগারীর বিরুদ্ধে সর্বোপরী সংবিধানকে বাঁচানোর স্বার্থে”।

অনুষ্ঠানে আবৃত্তি করে শোনান আবুবক্কার জমাদার, শঙ্কর প্রসাদ দে, মাষ্টার প্রিয়জিৎ সরকার। নৃত্য পরিবেশন করেন সৌমিলী কোলে, শেহরী শোনান জনাব জুনেইত আশ্রাফ ও সোহিনী ভান্ডারীর সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলা কংগ্রেস সভাপতি রানা রায়চৌধুরী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধ্যাপক মৃগেন মুখার্জী, পঃ বঃ প্রদেশ কংগ্রেস কৃষান সেলের চেয়ারম্যান তপন দাস, পঃ বঃ প্রদেশ কংগ্রেস সম্পাদক অলোক কোলে সহ হাওড়া জেলা কংগ্রেসের সকল বিশিষ্ট নেতৃবৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *