নিজস্ব সংবাদদাতা, ভাবতা, ১লা এপ্রিল’২৩ঃ

ভাবতা স্টেশনের ১১৮ নম্বর রেলগেট রেলদপ্তর বন্ধ করে দিয়েছিল, স্থানীয় মানুষের ডাকে আজ সেখানে লোকসভার বৃহত্তম বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি, সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী পরিদর্শনে যান। অধীর বাবু স্থানীয় মানুষ ও নিত্য যাত্রীদের সাথে কথা বলে তাদের সমস্যা ইত্যাদির কথা জেনে তৎক্ষণাৎ ভারতীয় রেলের উচ্চতর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন, এবং অভিজ্ঞ প্রাক্তন রেল প্রতিমন্ত্রী স্থানীয় মানুষের সুরক্ষা ও ট্রেনের চলাচল উভয়ের সুবিধার্থে RUB (Road Under Bridge) প্রস্তাব দেন ও অনুমোদন আদায় করেন। এবং সুনিশ্চিত করেন যে, RUB না হওয়া পর্যন্ত রেলগেট চালু থাকবে ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *