নির্যাতিতার পরিবারের পাশে অধীর চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, শান্তিনিকেতন ; ২০ এপ্রিলঃ

শান্তিনিকেতনের নির্যাতিতা নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে আদালতের নজরদারিতে ঘটনার সি.বি.আই তদন্তের দাবি তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে বীরভূম জেলা কংগ্রেস সভাপতি প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ, রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ, বীরভূম জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফাদৌজা প্রমুখ নেতৃত্ব নির্যাতিতা আদিবাসী মহিলার পরিবারের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন।

উল্লেখ্য নববর্ষের দিন চড়কের মেলায় ঘুরতে গিয়ে এক নাবালিকা গণধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। যদিও স্থানীয় পুলিশ প্রথমে ধর্ষণের কথা উল্লেখ করেনি। ওদিকে ঘটনার অভিযোগ উঠে আসার পরেই বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদের নেতৃত্বে এক প্রতিনিধি দল নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে দোষীদের শাস্তি দাবি করেন। পরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ফোনে নির্যাতিতার মা’-এর সঙ্গেও কথা বলেছিলেন। আজ অধীর রঞ্জন চৌধুরীকে সামনে পেয়ে উদ্বেল হয়ে পরেন নির্যাতিতার বাবা-মা দুজনেই।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানান নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে যেকোনো প্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে কংগ্রেস।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *