বালাসোর পৌঁছে অধীর চৌধুরীর দাবি–জয়েন্ট কমিটির পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট সামনে আনতে হবে।

নিজস্ব প্রতিবেদন, ৪ ঠা জুন’২৩ঃ

রবিবার ভোরেই বালাসোর পৌঁছে গেলেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। গতকালই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অধীর রঞ্জন চৌধুরী এবং এ. চেল্লাকুমারকে বালাসোরে দুর্ঘটনাস্থলে পৌঁছে সব কিছু খুঁটিয়ে দেখে রিপোর্ট দেওয়ার জন্য দলের পক্ষ থেকে নিযুক্ত করেন। এদিন এদিন ভোরেই অধীর বাবু বালাসোর পৌঁছে দুর্ঘটনা স্থল ঘুরে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা জোশি। এরপর অধীর বাবু এবং এ. চেল্লাকুমার সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন কংগ্রেসের লোকসভার দলনেতা। অধীর বাবু বলেন, দেশের রেলমন্ত্রী কার্যত নিস্ক্রিয়। রেল উদ্বোধনে পতাকা নাড়েন কেবল প্রধানমন্ত্রী, আজ তো দায় তাঁকেই নিতে হবে। তিনি আরো বলেন, এই দুর্ঘটনার তদন্তের জন্য যে জয়েন্ট কমিটি আছে তার সম্পূর্ণ রিপোর্ট সর্বসমক্ষে আনতে হবে, তবেই বোঝা যাবে প্রকৃত দোষ কার। উল্লেখ্য অধীর বাবু ইউ পি এ আমলে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে রেল প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলেছিলেন। এরপর অধীর চৌধুরী, চেল্লাকুমাররা স্থানীয় হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যান। উল্লেখ্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে গতকালই প্রদেশ কংগ্রেসের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বালাসোর পৌঁছে গিয়েছিলেন। এদিন তাঁরাও অধীর বাবুর সঙ্গে ছিলেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদিকা কৃষ্ণা দেবনাথ, মধ্য কোলকাতা জেলা কংগ্রেস সভাপতি সুমন পাল এবং রাজ্য কংগ্রেসের আর এক সাধারণ সম্পাদক প্রীতম ঘোষ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *