ভাবুন, ভাবতে হবে

(নিলয় প্রামাণিকের বিশেষ প্রতিবেদন)ঃ৪ ঠা জুন’২৩ঃ

ফেসবুকে একটা কথা খুব চলছে দুদিন, “মৃত্যু নিয়ে রাজনীতি নয়”, যার সারাংশ হল, শুধু মমতা রেলমন্ত্রী থাকলে রাজনীতি ঠিক, মোদী থাকলে উচিত নয়, একটু ঠুকে কথা যাকে বলে।

আচ্ছা যারা পোস্ট করেছেন তারা কি ওই মৃত আহত মানুষ গুলো নিয়ে একটুও চিন্তিত?

তৃণমূলের মুখপাত্র যেটা কাল পোস্ট করেছেন (সেটা লিখতে চাইনা), একবার ভেবে বলুন ত, সেটা কি শোভনীয়?

মোদী পোস্টার উড়ালপুল ভাঙার পরের মন্তব্যও (আমি আর বলতে চাই না) আমরা কংগ্রেসী রা ধিক্কার জানিয়েছিলাম, আর আজকেও তৃণমূলের এই মন্তব্যের ধিক্কার জানাচ্ছি,

আপনারা আসলে একই মুদ্রার দুটো পিঠ, আপনারা বারবার প্রমাণ করছেন

সত্যিই কি আপনারা মৃত্যু নিয়ে রাজনীতি করতে নেমেছেন ?

হ্যাঁ তাই করছেন, আপনারা দুটো ফুলই বাংলার মানুষকে FOOL বানানোর চেষ্টা করছেন,

বাংলার মানুষ খেয়াল করে দেখুন সিঙ্গুর নন্দীগ্রাম থেকে যা শুরু তা পাহাড় জঙ্গল হয়ে আজ কলকাতার রাজপথে দিনের আলোয় ঘটে চলেছে, মৃত্যু নিয়ে রাজনৈতিক ব্যবসা, এই ব্যবসার নাম দাঙ্গা, ভোট সন্ত্রাস, CAA, NRC আরও কত কি

আচ্ছা দীনেশ ত্রিবেদী যখন রেল কে ICU থেকে বাঁচিয়ে রেলের অপারেটিং রেশিও কমিয়ে ক্যাপিটাল এক্সপেন্ডিচার এর টাকার জন্য বাজেট এনেছিলেন মমতা ব্যানার্জি তাঁকে সরালেন কেন? ভোট ব্যাংকের জন্যেই তো?

আপনি কাকে আনলেন তার বদলে ? মুকুল ?

সুতরাং আজকের এই সমস্যার জন্য আপনিও কি দায়ী নয়? পারবেন গা ঝেড়ে ফেলতে?

যেভাবে রাজ্যে সাধারণের ট্যাক্সের টাকা দান খয়রাত করে উড়িয়ে দিয়ে ন্যায্য লোকদের বকেয়া মেটাতে পারছেন না,
একটার পর একটা ধার করে যাচ্ছেন, কে চোকাবে? আপনার খোকাবাবু? জেলে ঘানি টেনে ?

এর পরিণামও আমাদের সাধারণ মানুষকেই ভুগতে হবে, আমরাই মরবো, আমরাই ধর্ষিত হব, টাকা লুঠ হবে আমাদেরই,
আমাদের লাশ এর ওপর আপনার ইমারত, দিদি মোদির প্রাসাদ তৈরি হচ্ছে,

মধ্যযুগে যেমন রাজা রা চাবুক মারে প্রজার রক্ত ঘামে রাজ প্রাসাদ গড়েছে, সেই দিন কালের চক্রে আবারও ফিরে আসছে,

এত মৃত্যু দেখে স্তব্ধ হয়ে গেছিলাম, কিন্তু এই নোংরা রাজনীতি র বিরুদ্ধে কিছু বলতেই হত, না বলা টা আরও বড় অপরাধ।

সব শেষ হয়ে যায়নি, এখনও সময় আছে, এখনও কিছু বেঁচে আছে, ‘প্রাণ আছে, এখনও প্রাণ আছে ‘ , সময় থাকতে গর্জে উঠুন

ভাবুন , ভাবা দরকার

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *