তথ্য লুকিয়ে রাখছে শাসক—নিলয় প্রামাণিক (ইনচার্জ,অর্গানাইজেশনপশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস) – এর লেখা প্রতিবেদনঃ

মাধ্যমিকে উত্তীর্ণ সকল পরীক্ষার্থী কে ভবিষ্যতের অনেক শুভ কামনা, কিন্তু তার সাথে সরকার কে কয়েক টা প্রশ্ন।

★১০ লাখ এর জায়গায় ৭ লাখ পরীক্ষার্থী মাধ্যমিকে, নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করছে কিন্তু মাধ্যমিক এ যায়নি পরীক্ষা দিতে, সংখ্যা টা ২ লাখ। কেন?

★স্কুল ‘drops-out’ করছে তার মানে; এত বাচ্চা পড়া ফেলে যাচ্ছে কোথায় ?

★শিশু শ্রমিক ?বাংলায় শিশু শ্রমিক বাড়ছে, এটা নিয়ে কমাস আগে খবর হয়েছিল।

★এগরার বোমা বিস্ফোরণে বাচ্চার মৃতদেহ!

★বাচ্চারা মাধ্যমিক না দিয়ে পড়াশোনা ‘drop’ করে তাহলে কি বোম বাঁধার কাজে ব্যবহৃত হচ্ছে? কারা ব্যবহার করছে তাদের? সরকার কি জানে না? নাকি চোখ বন্ধ? কেন তাদের শিশু শ্রমিকের কাজ করতে হচ্ছে ? আর্থিক অনটন ?

★ছেলে হলে শিশু শ্রমিক আর মেয়ে হলে ‘childmarriage’, সরকার টাকা দেবে ! বিয়ের টাকা, ওটাই আমদানির পথ!

★গত কয়েক মাসের খবরের কাগজ গুলো পড়লেই জানা যায়, পশ্চিমবঙ্গ স্কুল #drop_out, #boys_girl_ratio, #child_labour, #child_marriage_data গুলো ঘাঁটলে ছবি টা অনেক টাই পরিষ্কার হবে।

★এদিকে বিজেপি সরকার আদম শুমারি বের করছে না। কোনো তথ্য জানাচ্ছে না; না কেন্দ্র না রাজ্য। বোঝা যাচ্ছে না, ‘child labour’, #infant_death, #mal_nitrition, #drop_outs বাড়ছে না কমছে?

পরিসংখ্যান কিছুই জানা যাচ্ছে না, আজকের পৃথিবীর সব চেয়ে দামী জিনিস তথ্য, সেটা শাসক লুকিয়ে রেখেছে, ওটাই শাসনের হাতিয়ার!

(ছবিঃ উইকিপিডিয়া থেকে সংগৃহীত)

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *