বাজেটের আগে টুইট করে দাবী জানালেন রাহুল গান্ধী

নয়া দিল্লিঃ- নতুন দশকের বাজেট পেশ নিয়ে নানা দলের নানা মত রয়েছে। আজ সোমবার সকাল ১১ টা থেকে মোদি সরকারের দ্বিতীয় বাজেট পেশ হওয়ার পালা। বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কঠিন পরিস্থিতির মধ্যে কী পেশ করা হবে বাজেটে? কতটা কমবে কড় ছাড়? কতটা বাড়ল জিডিপি? সেদিকেই তাকিয়ে দেশবাসী সহ রাজনৈতিক মহলও। একে তো করোনা পরিস্থিতির কারণে পেপারলেস বাজেট পেশ করা হবে, যা ভারতের ইতিহাসে ঐতিহাসিক ঘটনা। তার ওপর সাধারণ মানুষের জীবনে লকডাউনের প্রভাব। এসব নিয়ে এবারের বাজেটের দিকেই তাকিয়ে দেশবাসী। এর মধ্যেই বাজেট পেশের ৩০ মিনিট আগে টুইট করেন কংগ্রেসের মুখপাত্র রাহুল গান্ধী। এদিন সকালে টুইট করে রাহুল গান্ধী লেখেন, “বাজেটে বাড়ুক কর্মসংস্থান। বাজেট হোক ক্ষুদ্র মাঝারি শিল্পমুখী। বাজেটে উপকৃত হোক কৃষক ও শ্রমিকরা। সীমান্ত রক্ষায় বাড়ুক প্রতিরক্ষা খরচ। জীবন বাঁচাতে স্বাস্থ্যখাতে বাড়ুক খরচ।“
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *