চন্ডীপুরে কংগ্রেসের পঞ্চায়েত সম্মেলন

পূর্ব মেদিনীপুর, চন্ডীপুর, ১৯ মার্চ’২৩ঃ

চন্ডীপুরে আরন‍্যক হলে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের কর্মীসভা হয়।সভা শুরুর পূর্বে শহীদ ক্ষুদিরাম বসু ও ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল‍্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং একটি মিছিল চন্ডীপুর বাজার পরিক্রমা করে। একদিকে বিজেপির বিদ্বেষ ও বিভেদের রাজনীতি, অন‍্যদিকে মাইনরিটিদেরকে দাবার বোর্ডের গুটি হিসেবে ব‍্যাবহার করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির বিরুদ্ধে সবাইকে গর্জে ওঠার আহ্বান জানানো হয়।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয়। দূর্নীতিগ্রস্ত, কৃষক ও শ্রমিক শোষণকারী, স্বৈরতন্ত্রী তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে কাঁধে- কাঁধ মিলে, পায়ে-পা মিলিয়ে তীব্র থেকে তীব্রতম গন আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত হয়। সভার শেষে ৩২টি সাংগঠনিক ব্লক কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়।সভাপতিত্ব করেন জেলা কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমজাদ আলী খান।বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র, প্রাক্তন সভাপতি সেক আনোয়ার আলী, প্রদেশ কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান জনাব সামিম আকতার, সাধারণ সম্পাদক ডঃ আমজাদ আলী আনসারী, প্রদেশ কংগ্রেসের দুই সম্পাদক তাপস মাইতি ও মিলন প্রধান, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সনৎ বটব‍্যাল, শিউ মাইতি, জেলা মাইনরিটি ডিপার্টমেন্টের কার্যকরি সভাপতি আনিসুর রহমান খান, আই এন টি ইউ সি সভাপতি বিদ‍্যুৎ করণ, এস সি-এস টি সেলের চেয়ারম্যান সুকোমল শেঠ, কংগ্রেস সেবাদলের চেয়ারম্যান সেক জাফরুল্লাহ। উপস্থিত ছিলেন চন্ডীপুর ব্লক কংগ্রেসের সভাপতি সেক রেজাবুল, নন্দীগ্রাম-১ ব্লক কংগ্রেসের কার্যকরি সভাপতি তথা পঞ্চায়েত নির্বাচন কমিটির চেয়ারম্যান সেক আসরাফুলতুল্লা, পাঁশকুড়া ব্লক কংগ্রেসের সভাপতি রামপদ সামন্ত, নন্দীগ্রাম-২ ব্লক কংগ্রেসের সভাপতি শিবানী দাস, কংগ্রেস নেতা সেক শরাফউদ্দিন, রামনারায়ন গিরি, ইব্রাহিম আলী, তবারক আলী, জেলা ও ব্লক পর্যায়ের মাইনরিটি নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *