ভারতের টাকা বিনিময় মুদ্রাঃ মোদী ভক্তদের মিথ্যা প্রচার

প্রসূন আচার্য

শুধুই মোদী ভক্তদের মিথ্যে প্রচারের ঢক্কা নিনাদ! টাকাকে বিনিময় মুদ্রার স্বীকৃতি দিল না রাশিয়া। ভারতের ধার হয়েছে ৫১ বিলিয়ন ডলার!

ইউক্রেন – রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার তেল এবং কয়লার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশ। কিন্তু এই দুই খনিজ রফতানির উপরেই রাশিয়ার অর্থনীতি অনেকটাই নির্ভর করে। এই সুযোগে রাশিয়া থেকে কম দামে তেল আর কয়লা আমদানি শুরু করে চিন আর ভারত।

বিজেপির মিথ্যে প্রচারকরা গোটা দেশ জুড়ে প্রচার করতে থাকে ভারতের টাকা এই বার আন্তজার্তিক হচ্ছে। কারণ, রাশিয়া তাদের রুবেল বা ডলারের পরিবর্তে ভারতের টাকা নেবে বলে জানিয়েছে। গদি দালাল মিডিয়া এবং মোদী অনুগত খবরের কাগজ গুলো বিশেষ করে ইকনমি আর বিজনেস পেপার গুলি এ কথা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করতে থাকে। সঙ্গে অন্ধ ভক্তের দল।

ভারতের টাকা আর রাশিয়ার রুবেলের বিনিময় মুদ্রা প্রায় সমান। ১ টাকা ১ রুবেলের সমান। রাশিয়া কিন্তু এক বারও বলেনি, তারা ভারতের টাকা বিনিময় মুদ্রা হিসেবে নেবে। । কিন্তু এই নিয়ে দুই দেশে আলোচনা শুরু হয় ভারতের চাপেই। ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি। এর পর থেকেই ডলারের বিনিময়ে রাশিয়ার মুদ্রা রুবেলের দাম পড়তে থেকে। ফলে রাশিয়া ডলারেই ভারতের কাছ থেকে তেল আর কয়লার দাম নিতে থেকে।

এইদিকে ভারত আর রাশিয়ার মধ্যে বাণিজ্যিক ঘাটতি ক্রমেই বাড়তে থাকে। রাশিয়া থেকে মোদীর ভারতে রফতানি এতটাই বেড়ে যে ওই দেশে আমদানি সেই তুলনায় বহু গুণ কমে যায়। আর কম দামে তেল কিনে নিজের দেশে বেশি দামে বিক্রি করে মোদী সরকার কোষাগার ভর্তি করতে থাকে। কারণ, দেশে কর্পোরেট কর আদায় ক্রমেই কমছে। সেই সঙ্গে ব্যাংকের খাতা থেকে ১০ লাখ কোটি টাকা কর্পোরেট ঋণ মুছে দিতে হয়েছে। বিরাট বিরাট ব্যাবসায়ীদের কাছ থেকে যা আর আদায় হবে না। বিশ্ব বাজারে তেলের দাম এক সময়ে ব্যারেল পিছু ৩০ ডলার কমে গিয়েছিল। কিন্তু মোদী সরকার দেশবাসীর কাছে বেশি দামেই পেট্রোল ডিজেল বিক্রি করেছে বাজেট ঘাটতি মেটাতে।

ধারে তেল আর কয়লা কিনতে কিনতে ৩১ মার্চ ২০২৩ অব্দি রাশিয়ার কাছে ভারতের দেনা হয়ে গিয়েছে ৫১ বিলিয়ন ডলার। এই বার রাশিয়া ভারত সরকারকে চাপ দিচ্ছে টাকা মেটাও। কিন্তু কোন মুদ্রায় মেটানো হবে ? ভারতীয় টাকায় যাতে এই ঋণ মেটানো যায়, তারজন্য একাধিক বার ভারত এবং রাশিয়ার বাণিজ্যিক প্রতিনিধিরা বৈঠকে বসেছিল। কিন্তু রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা ভারতীয় টাকা নেবে না। রাশিয়া চাইছে ডলার। কিন্তু এই মুহূর্তে ভারতের যা অবস্থা, তারা ডলারে ঋণ মেটাতে চায় না।

অবশেষে রাশিয়া প্রস্তাব দেয়, চিনের মুদ্রা উয়ানে মেটানো হোক। ১ উয়ান মানে ভারতীয় ১১ /১২ টাকা। কিন্তু ভারত সরকার তাতে রাজি হয়নি। প্রথম কারণ ভারত সরকারের কাছে অত উয়ান নেই। দ্বিতীয় কারণ, এ কথা জানাজানি হলে দেশ জুড়ে বিরোধীরা প্রচার করবে।

দুই দেশের মধ্যে শেষ বৈঠকও নিষ্ফলা হয়েছে। ভারত সরকারের প্রতিনিধি স্বীকার করেছে, গত এক বছর ধরে ভারতীয় টাকাকে আন্তজার্তিক করার জন্য রাশিয়ার সঙ্গে বিনিময় মুদ্রা হিসেবে চালানোর প্রচেষ্টা সম্পুর্ণ ব্যর্থ হয়েছে। এখন বিকল্প পথের সন্ধান করতে হবে।

কী সেই বিকল্প পথ? রাশিয়াকে কি ডলারেই তেল আর কয়লার দাম মিটাতে হবে ? এই প্রশ্নের কোনও জবাব এখনও জানা নেই। কিন্তু সোজা কথা টাকা চলবে না। ওদিকে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ আর পশ্চিমী দেশ গুলির নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার অর্থনীতির হাল বেহাল। তারা দ্রুত তেল আর কয়লার দাম চায় ভারতের কাছে। এত দিন যে গদি মিডিয়া আর ভক্ত কূল চিৎকার করে প্রচার করছিল, মোদী জমানায় টাকা আন্তর্জাতিক বিনিময় মুদ্রার স্বীকৃতি পেয়েছে। যা ৭৫ বছরেও হয়নি! এটাই মোদীর মাস্টার স্ট্রোক। তাদের কী হবে ? কিছুই হবে না। কারণ, মিথ্যে কথা বলা আর প্রচার করা এরা জার্মানির নাৎসি বাহিনীর প্রচার প্রধান গোয়েবেলের কাছ থেকে শিখেছিলেন। এরা দুই কান কাটা। এদের লজ্জা নেই।

আর কে না জানে বিজেপির প্রাণ পুরুষ বিনায়ক সাভারকার আর হেডগেওয়ার দুই জনেরই প্রেরণা ছিলেন হিটলারের নাৎসি বাহিনী, হিটলার আর তার প্রচার প্রধান গোয়েবেলস।

(ফেসবুক থেকে)

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *