সবুজ বিপ্লবের প্রাণপুরুষ প্রয়াত

নিজস্ব সংবাদদাতাঃ

গতকাল প্রয়াত হলেন এম এস স্বামীনাথন। বয়স হয়েছিল ৯৮ বছর।সবুজ বিপ্লবের রূপকার হিসাবে তাকে ধরা হয়।মহাত্মা গান্ধীর সর্বোদয় অন্ত্যোদয় ভাবনায় উদ্বুদ্ধ হয়ে তিনি নিজেকে বিজ্ঞান সাধনায় সঁপে দেন।স্বাধীনতার পর আমাদের বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি করতে হত প্রয়োজনের একটা বড় অংশ।স্বামীনাথনের চেষ্টায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়ানোই ছিল এই বিপ্লবের উদ্দেশ্য। তার সাথে শুরু হল উচ্চ ফলনশীল বীজ,ট্রাক্টর,কীটনাশক,সার ও সেচ ব্যবস্থা।জওহরলাল নেহেরু তাঁকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। একইভাবে তাঁকে সর্বদা উৎসাহিত করেছিলেন লালবাহাদুর শাস্ত্রী ও ইন্দিরা গান্ধী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *