মনিপুরে বিরোধী দলের জোট “ইন্ডিয়া” র সফর

নিজস্ব সংবাদদাতাঃ

গত দুদিন ধরে মনিপুরের বিধ্বস্ত এলাকাগুলি সফর করলেন ১৬ টি বিরোধী দলের জোট “ইন্ডিয়ার” ২০ জন সাংসদ।গতকাল তারা চুড়াচাঁদপুর ত্রাণ শিবিরসহ একাধিক জায়গায় নির্যাতিত পরিবারগুলির সাথে কথা বলেন।এক নির্যাতিতের মায়ের সাথেও কথা বলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ও ডিএমকে সাংসদ কানিমোঝি।এই দল বিবাদমান দুই জনজাতি কুকি ও মেইতেই সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে এই অবস্থা নিরসনের উপায় সম্পর্কে আলোচনা করেন।গত তিনমাস ধরে এই বিভৎস ঘটনা চলার দায় কেন্দ্র ও রাজ্য সরকারের ওপর বলে অধীর বাবু মত প্রকাশ করেন।তিনি বলেন পাহাড় থেকে সমতলে আসা যাচ্ছে না,এক সম্প্রদায়ের গাড়ীচালক অন্য এলাকায় গাড়ী নিয়ে ঢুকতে পারছে না।খাবার পর্যন্ত সমতল থেকে পাহাড়ে পোঁছচ্ছে না।ছাত্ররা পড়াশোনা করতে পারছে না।এই অবস্থা রাজ্য সরকার কেন হতে দিলেন সেই প্রশ্ন তোলেন তিনি।তিনি বলেন এখন কেন্দ্র সিবিআই তদন্ত, ধরপাকড় করবে বলছে,এতদিন কি তারা ঘুমিয়ে ছিলেন– এই প্রশ্ন করেন।আর মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েও এই অবস্থা রোধ করার চেষ্টা করা তো দূরের কথা একটি বিবৃতিও দেন নি। কংগ্রেসসহ বিরোধী দলগুলি এই দাবীতে সংসদ অচল করে দিলেও মহারাজের ঘুম ভাঙে নি।এই ঘটনা যে বিশ্বের কাছে দেশের মাথানত করে দিয়েছে তা মোদীবাবু কবে বুঝবেন।আদিবাসী জনজাতি নেতাদের ফোরামও এই দলের সাথে কথা বলেন।কংগ্রেসের সাংসদ গৌরব গগৈও এই দলে ছিলেন।আজ তারা রাজ্যপাল অনুসূয়া উখির সাথে সাক্ষাত করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *