হাইকোর্টে আবার ধাক্কা, অধীর চৌধুরীর লড়াইয়ের ফলে পুনরায়। প্রতীক গ্রহনের নির্দেশ

নিজস্ব সংবাদদাতাঃ

এই জয় গণতন্ত্রের জয়।এই জয় সত্যাগ্রহের জয়।বড়ঞা ঘটনায় হস্তক্ষেপ করলেন মাননীয় হাইকোর্ট। যেসকল কংগ্রেস প্রার্থীদের ফর্ম গতকাল ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেছিলো তৃণমূলীরা, সেই সব কংগ্রেস প্রার্থীদের ফর্ম বি নতুন করে উপযুক্ত পুলিশি নিরাপত্তায় গ্রহণের নির্দেশ দেওয়া হলো। উল্লেখ্য বড়ঞায় গণতন্ত্র হত্যার প্রতিবাদে এবং যে সমস্ত কংগ্রেস প্রার্থীদের ফর্ম বি গতকাল ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছিলো, তাঁদের প্রত্যেকের ফর্ম বি নতুন করে জমা নেওয়ার দাবিতে গতকাল দুপুর থেকে আজ পর্যন্ত টানা সত্যাগ্রহ অবস্থানে বসেছিলেন জননেতা অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি আইনি লড়াইয়েরও পথ বেছে নেওয়া হয়েছিলো। প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান সৌম্য আচ রায় আজ একই দাবিতে আদালতে আবেদন করেন।আইনজীবী হিসাবে ছিলেন প্রতীপ চ্যাটার্জী। কোলকাতা হাইকোর্টে বুধবার এই নিয়ে শুনানির পর মাননীয় বিচারপতি সমস্ত ব্যাপারটিতে হস্তক্ষেপ করেন এবং কংগ্রেস প্রার্থীদের বি ফর্মগুলি নতুন করে গ্রহণ করার নির্দেশ দেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *