ঘূর্ণিতে নদীয়া জেলা কংগ্রেসের রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর, ১৪ অগাস্টঃ

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে রবিবার কৃষ্ণনগরের ঘূর্ণিতে নদীয়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হলো স্বেচ্ছা রক্তদান শিবিরের। শিবিরে পঞ্চাশ জন রক্ত দান করেন। নদীয়া জেলা কংগ্রেস সভাপতি অসীম সাহার সভাপতিত্বে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়, অশোক ভট্টাচার্য, পার্থ মুখোপাধ্যায়, সন্দীপা চক্রবর্তী, অরিন্দম গোস্বামীরা। গত বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর-১ কেন্দ্রে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বর্তমানে নদীয়া জেলা কংগ্রেসের মুখপাএ সিলভী সাহা এই রক্তদান শিবিরের অন্যতম সংগঠক। রক্তদান শিবিরের পাশাপাশি এদিন উপস্থিত কংগ্রেস নেতৃবৃন্দ স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের গৌরবময় অধ্যায়ের কথা স্মরণ করিয়ে বক্তব্য রাখেন। উল্লেখ্য ইতোপূর্বে নদীয়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে ‘ভারত জোড়ো’ পদযাত্রারও আয়োজন করা হয়েছিলো। সিলভী সাহা জানান সেই কর্মসূচীর অঙ্গ হিসাবেই এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন তাঁরা। এদিনের কর্মসূচীতে কৃষ্ণনগর পৌরসভার বিরোধী দলনেতা সহ সমস্ত নির্বাচিত কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। নদীয়ার বিভিন্ন ব্লক থেকে কংগ্রেস নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়েও এদিনের কর্মসূচীতে অংশ নেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *