লন্ডনেও প্রবাসীরা পথে নামলেন রাহুল গান্ধীর সমর্থনে

নিজস্ব প্রতিবেদন, নয়াদিল্লি,,২৭ শে মার্চ’২৩ঃ

রাহুল গান্ধীর সমর্থনে এবার সাগর পারেও পথে নামলেন মানুষ। অন্যায়ভাবে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে খোদ লন্ডনের বুকে পথে প্রতিবাদে সামিল হলেন প্রবাসী ভারতীয়রা। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করা হয় লন্ডনের রাজপথে। লন্ডনে গান্ধী মূর্তির পাদদেশে এই অবস্থান বিক্ষোভ চলে। উল্লেখ্য মাত্র ক’দিন আগেই কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের আহ্বানে সেমিনারে বক্তব্য রাখতে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেই সময় লন্ডনে একটি অনুষ্ঠানে ভারতীয় গণতন্ত্রের বহুত্ববাদী নির্যাস কিভাবে নষ্ট করতে উদ্যত হচ্ছে মোদি সরকার, রাহুল তা নিয়ে সরবও হয়েছিলেন। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের বক্তব্য, রাহুল গান্ধী বিদেশে গিয়ে বর্তমানের ভারতীয় গণতন্ত্র নিয়ে যে আশঙ্কা প্রকাশ করেছিলেন, সেটাই আজ সত্যি প্রমাণিত হলো।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *