সারা রাজ্যে প্রতিবাদ দিবস কর্মসূচি

অনির্বান বিশ্বাসের প্রতিবেদন

সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে লোকসভার কংগ্রেস সাংসদ রাষ্ট্রনায়ক শ্রী রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করার প্রতিবাদে,পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে আজ কলকাতার ধর্মতলার মেয়রোডে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান সত্যাগ্রহ পালিত হয়। উপস্থিত ছিলেন দেবপ্রসাদ রায়,রানা রায়চৌধুরী, কৃষ্ণা দেবনাথ, শুভঙ্কর সরকার,সুমন পাল,প্রদীপ প্রসাদ,পলাশ ভান্ডারি,আশুতোষ চট্টোপাধ্যায়, সৌম আইচরায়,মহঃ মোক্তার,দিব্যেন্দু মিত্র, অভিষেক বন্দোপাধ্যায়, কৌস্তভ বাগচী , সৌরভ প্রসাদ প্রমুখ।

ধর্মতলায় যুব কংগ্রেসের সভাপতি আজাহার মল্লিকের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়।

জেলায় জেলায় সত্যাগ্রহ, অবস্থান, ধর্না, পথ অবরোধ পালিত হল।যতটুকু খবর পাওয়া গেছে উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক কার্যালয়ের সামনে গণ অবস্থানে উপস্থিত ছিলেন। প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার,মহিলা কংগ্রেস সভানেত্রী সুব্রতা দত্ত,জেলা সভাপতি তাপস মজুমদার, জেলার সাধারন সম্পাদক সজল দে প্রমুখ। বারাসতে কলোনী ও চাঁপাডালি মোড়ে পথ অবরোধে নেতৃত্ব দেন সজল দে, ডালিয়া বসু।অশেকনগরে পথ অবরোধে নেতৃত্ব দেন বিভাস ভট্টাচার্য।উত্তর ব্যারাকপুরে নোয়াপাড়া বিধানসভা এলাকায় বিক্ষোভ ও অবস্থানে নেতৃত্ব দেন অশোক ভট্টাচার্য।

দক্ষিন ২৪ পরগনা জেলা কংগ্রেসের উদ্যোগে সভাপতি জয়ন্ত দাসের নেতৃত্বে সুভাষগ্রামে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ সংগঠিত হয়।বর্ধমানে কার্জন গেটের সামনে অবস্থান বিক্ষোভ সংগঠিত হয়।

দুর্গাপুর সিটি সেন্টারের সামনে বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা কংগ্রেস নেতা দেবেশ রায়চৌধুরী।কাদারোড এলাকায় বিক্ষোভে নেতৃত্ব দেন তরুন রায়।কাটোয়ায় দাইহাট চৌরাস্তায় বিক্ষোভ দেখানো হয়।কালনায় রবীন্দ্রনাথ মন্ডল,আসানসোলের বিএনআর মোড়ে এসএম মুস্তাফার নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়।

হলদিয়ায় মহাত্মা গান্ধী ভবন থেকে কদমতলা পর্যন্ত মিছিল ও সভায় নেতৃত্ব দেন লক্ষন শেঠ ও প্রনব দাস।

হাওড়ায় আমতা বিধানসভার বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অসিত মিত্র।বালি ঘোষপাড়া বাজারে অবস্থানে উপস্থিত ছিলেন রাজ্য কিষাণ কংগ্রেসের সভাপতি তপন দাস ও সাধারন সম্পাদক সৌরভ ঘোষ।জলপাইগুড়িতে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ করা হয়।কোচবিহারে গান্ধী মূর্তির পাদদেশে সত্যাগ্রহে নেতৃত্ব দেন রবীন রায়।ফাঁসিদেওয়ার ঘোষপুকুরে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।

মালের ক্রান্তি থেকে মিছিল বের হয়ে ক্রান্তি মোড়ে জাতীয় সড়ক অবরোধে নেতৃত্ব দেন যোগেন সরকার।মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ এখনও চলছে বলে জানা গেছে।

উত্তর দিনাজপুরে গান্ধী মূর্তির পাদদেশে জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্তের নেতৃত্বে সংকল্প সত্যাগ্রহ পালিত হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *