অপমানের দশমাস—————————

শুভাশীষ ভট্টাচার্য ( তাতা)

২২ জুলাই ২০২২দ্রৌপদী মুর্মু শপথ নিলেন ভারতের রাষ্ট্রপতি হিসেবে। বিজেপির প্রচার যন্ত্র ঝাপিয়ে পরল এই বলে “আদিবাসীকে এই সম্মান কোন দল দেয় নি যা ভারতবর্ষে বিজেপি দিল”…..আরও কত কি প্রচার করল….

এবার পাঠকদের মনে করিয়ে দেই নরেন্দ্র মোদির কিছু দানবীয় সিদ্ধান্ত।

২০২২ সালের ১৮ ডিসেম্বর– রাজ‍্য সভায় বিজেপি বিল পাশ করাল…যে বিল কেড়ে নিল আদিবাসীদের চিরদিনের “জল -জমিন- জঙ্গলের অধিকার,যে অধিকার আইন এনে মনমোহন সিং এর নেতৃত্বে কংগ্রেস সরকার দিয়েছিলেন আদিবাসীদের।

অর্থাৎ এখন থেকে উন্নয়নের কাজে আদিবাসীদের জমি, জঙ্গল বা জল কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করতে পারবে… এই ছিল বিজেপির আনা বিলে।তলে তলে এই অধিকার আসলে থাকবে আদানি -আম্বানিদের।এরপর দ্বিচারী নরেন্দ্র মোদির এক বক্তৃতার কথা মনে করাতে বাধ্য হচ্ছি…..

” আদিবাসীদের কেউ অত‍্যাচার করলে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়, যদি আপনাদের( অন‍্যদের) কোন রাগ থাকে আদিবাসীদের ওপর, তাহলে আমাকে রক্তাক্ত করুন কিন্তু ওদের নয়,,,” ভাবুন মোদির নাটকবাজীর মাত্রা!!এখানেই শেষ নয়…. রাষ্ট্রপতির প্রতি অপমানের…..প্রাক্তন রাজ‍্যপাল এবং বিজেপির নেতা সত‍্যপাল মালিক অভিযোগ করলেন ” রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে যারা যারা দেখা করতে চান,প্রতিদিন সেই তালিকা নরেন্দ্র মোদিকে দেখাতে হবে,এবং নরেন্দ্র মোদি ঠিক করে দেবেন কোন কোন ব‍্যক্তি দেখা করবেন,রাষ্ট্রপতির সাথে।ভাবুন!

রাষ্ট্রপতিও বন্দী বিজেপির রাজনৈতিক কারাগারে।আদিবাসীদের জন‍্য নরেন্দ্র মোদির কান্না গায়েব,শুরু হল পদে বসিয়ে ভোট রাজনীতি?এবার শেষ অসম্মান রাষ্ট্রপতি,মুর্মুকে, ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন তাকে দিয়ে না করিয়ে প্রধানমন্ত্রী করছেন। এমন কি নিমন্ত্রণপত্রে রাষ্ট্রপতির নামগন্ধ রাখল না আদিবাসী প্রেমী বিজেপি সরকার।বাহ! ক‍্যায়া বাত।যখন ভারতের সংবিধান রাষ্ট্রপতিকে দেশের এবং দেশের সংসদের উভয়কক্ষের “প্রধান” হিসেবে মান‍্যতা দিচ্ছে,তখন আত্মপ্রচারে নিমগ্ন,হাল্লা রাজা চলেছে ২৮ শে মে নতুন সংসদ ভবনের উদ্ধোধনে!

এরপরও অপমানিত এবং অসম্মানিত আদিবাসীরা ভোটার হয়ে বিজেপির সাথে থাকবে? নরেন্দ্র মোদির এই ভন্ডামির জবাব ভারতবর্ষের মানুষের দেয়া উচিৎ নয় কি?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *