শিলিগুড়ি বার আসোশিয়েশনের নির্বাচনে কংগ্রেস জোটের জয়জয়কার

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

শিলিগুড়ি বার আসোশিয়েশনের নির্বাচনে ১৫ টি আসনের মধ্যে ১০ টি আসনে জয়ী হলেন ভারতীয় জাতীয় কংগ্রেস সমর্থিত আইনজীবীরা। ৩ টি আসন জিতে নিয়েছেন বাম প্রার্থীরা।সর্বাধিক ভোট(৬৩৯ টি) পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন অলোক ধারা।সভাপতি নির্বাচিত হয়েছেন সুরেশ কুমার মিত্রুকা,তাঁর প্রাপ্ত ভোট ৫৮৭ টি।উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে আছেন সহ সম্পাদক পদে বিপ্রজিত দাস(৬২১টি ভোট ) ও কমলিকা সেন(৬১১টি ভোট ) , লাইব্রেরিয়ান পদে বহ্নি চক্রবর্তী(৫৮৫টি ভোট) ।এছাড়া জাতীয় কংগ্রেসের প্রার্থীদের মধ্যে স্মৃতি শর্মা,অভিষেক মজুমদার,সঞ্জয় মঙ্গার,দেবাঘ্নি চৌধুরী ও অর্পিতা মজুমদার বিজয়ী হয়েছেন।

এবারে কংগ্রেস ও বাম আইনজীবীরা জোটবদ্ধ হয়ে শিলিগুড়ি বার অ্যাসোশিয়েশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। উল্লখ্য তৃণমূল তাদের সর্বশক্তি দিয়ে এই নির্বাচনে লড়াই করেও পরাস্ত হয়েছে ।এমনকি শিলিগুড়ি কর্পোরেশনের মেয়রসহ তৃণমূলের প্রতিটি পৌরপিতা/ মাতাসহ পুরো দল বিগত কয়েকদিন ধরে প্রচার তুঙ্গে নিয়ে গেলেও শেষ পর্যন্ত কংগ্রেস ও বাম জোটের কাছে এই নির্বাচনে পর্যুদস্ত হয়।কংগ্রেস নেতা সুবিন ভৌমিক ও জেলার আইনজীবী নেতা নীহার রন্জন চাকি নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন। দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার বিজয়ী প্রার্থীদের প্রতি অভিনন্দন জানিয়ে বলেছেন, এই জয়ের ধারা সর্বত্র বজায় রাখতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *