আমরা ক্ষতিপূরণ চাই না, বিচার চাই “–কংগ্রেস প্রতিনিধি দলকে জানালেন হড়পা বানে নিহতের পরিবার

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ৭ অক্টোবরঃ

রীতিমতো ক্ষোভে ফুঁসছেন মাল নদীতে হড়পা বানে নিহতদের পরিবারের লোকজন। শুক্রবার কংগ্রেসের প্রতিনিধি দলকে সামনে পেয়ে নিজেদের ক্ষোভের কথা ব্যক্ত করেন তাঁরা। ঘটনায় নিহত বিভা দেবী পন্ডিতের স্বামী তথা নিহত অংশ পন্ডিতের বাবা দিলীপ পন্ডিত এদিন কংগ্রেস প্রতিনিধি দলকে বলেন যে, তাঁরা ক্ষতিপূরণ চাননা। তাঁরা চান বিচার। শুক্রবার দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকার, জলওাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত, আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি মণি কুমার দারনালের নেতৃত্বে এক প্রতিনিধি দল মালবাজার সুপারস্পেশালিটি সরকারি হাসপাতালে হড়পা বানে ভেসে যাওয়া আহত ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে গেলে হাসপাতালের সুপার প্রতিনিধিদলকে অনুমতি দিতে নারাজ হন। পরে কংগ্রেসের নেতাদের জেদের সামনে তাঁর কিছু করার থাকেনা। কংগ্রেস নেতারা হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করে কথাও বলেন। এরপর প্রতিনিধি দলটি নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন এবং স্থানীয় থানায় গিয়েও হড়পা বানে ঘটনার দিন নিখোঁজদের ব্যাপারে তদ্বিরও করেন। কংগ্রেস নেতা শংকর মালাকার জানিয়েছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে তাঁরা মালবাজারে এসেছেন এবং সেখানে সব বিষয়গুলি খতিয়ে দেখে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতিকে রিপোর্ট পেশ করবেন। জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত জানান যে, ঘটনার দিন পিন্টু শেখ বলে ফারাক্কার বাসিন্দা এক হকারও ভেসে গিয়ে আহত হন, কিন্তু ক্ষতিগ্রস্ত পিন্টু শেখকে কোনো রকম ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না বলেই পিন্টুর অভিযোগ। কংগ্রেস এই দ্বিচারিতার তীব্র নিন্দা করে বলে এদিন পিনাকী বাবু জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *