মানবিক অধীর চৌধুরীর উদ্যোগে বর্ধমানের জামালপুরের দম্পতিকে কর্নাটক থেকে ফেরত আনার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা,কোলকাতা:

গত মঙ্গলবার আনন্দবাজার অনলাইনে একটা সংবাদ প্রকাশিত হয়।সেখানে এক অধিকারী দম্পতির কর্নাটক পুলিশের হাতে গত জুলাই মাস থেকে আটক হয়ে থাকার কথা বলা হয়।সেই পরিবারসহ আরো কয়েকজন জামালপুরের বাসিন্দা কাজের উদ্দেশ্যে উক্ত রাজ্যে যান আট মাস আগে।দরিদ্র পরিবারটি নানারকম বজ্য পদার্থ সংগ্রহ করে তা বিক্রি করার কাজ করতেন।সেসময় বাংলাদেশী সন্দেহে তাদের আটক করে পুলিশ।উক্ত দম্পতি তাদের আধার কার্ডসহ অন্যান্য পরিচয়পত্র দাখিল করা সত্বেও তাদের ছাড়া হয় নি।এই খবর পেয়ে লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের সাথে ও পুলিশের উচ্চ পর্যায়ের অফিসারদের সাথে যোগাযোগ করে তাঁদের উদ্ধারের ব্যবস্থা করেন।অবশ্য এটা তাঁর পক্ষে নতুন কিছু নয়।লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার ক্ষেত্রে তার বিশেষ উদ্যোগ আমরা দেখেছি।ট্রেন ভাড়ার ব্যবস্থা করে বিভিন্ন রাজ্য থেকে তাদের বাংলায় ফিরিয়ে আনা।কোথাও বা তাদের অন্নজল ব্যবস্থা করে তাদের প্রাণ বাঁচানোর উদ্যোগগ্রহন করে তিনি বাংলার মানুষের আশীর্বাদ পেয়েছেন।বাংলার মুখ্যমন্ত্রী যখন ইডি বা সিবিআইকে নিয়ে নাজেহাল তখন অধীর চৌধুরী বাংলার পীড়িত মানুষদের দায়িত্ব নিচ্ছেন, তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *